Facebook Youtube Twitter LinkedIn
...
শাবিপ্রবি কর্মচারীরা স্বাস্থ্যবীমার আওতায়

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তার পর এবার স্বাস্থ্য বীমার আওতায় এসেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে প্রশাসনিক ভবন ২-এর সভাকক্ষে প্রগতি লাইফ ইন্সু্রেন্স লিমিটেড এবং শাবিপ্রবির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এবং প্রগতি লাইফ ইন্সু্যরেন্স লিমিটেডের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আজ কর্মচারীরা স্বাস্থ্য বীমার আওতায় আসার পর বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে অন্তর্ভুক্ত করতে পেরেছি। দীর্ঘদিনের প্রচষ্টোর ফলে এখন সবাই স্বাস্থ্য বীমার আওতায়। তাই সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধানসহ প্রগতি লাইফ ইন্সুরেন্সের প্রগতি লাইফ ইন্সুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সায়েদ হাসান রুবেল ও ভাইস প্রেসিডেন্ট মো. সালাউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Collected from kalerkantho