Facebook Youtube Twitter LinkedIn
...
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে

গ্রীষ্মের তাপপ্রবাহের প্রতিকূল আবহাওয়া বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত দুই সপ্তাহ ধরে ক্লাস চলছে অনলাইনে। রবিবার (৫ মে) রাতে বৃষ্টির পর আবহাওয়া অনেকটাই স্বাভাবিক। পরিস্থিতি বিবেচনায় আগামী ৮ মে থেকে সব ক্লাস ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে চলমান তীব্র তাপদাহ (হিট ওয়েভ) সহনশীল পর্যায়ে আসায় আগামী বুধবার (৮ মে) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাগুলো যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

Collected From Banglatribune