Facebook Youtube Twitter LinkedIn
...
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ

দেশের কামিল, ফাজিল, আলিম, দাখিল পর্যায়ের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছে সরকার। রবিবার (৫ মে) মাদ্রাসা শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে জানানো হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন দেশের কামিল, ফাজিল, আলিম, দাখিল পর্যায়ের এমপিওভুক্ত ৮ হাজার ২২৯টি মাদ্রাসার মধ্যে কিছু সংখ্যক মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেসব মাদ্রাসার ওয়েবসাইট পরিদর্শন করলে দেখা যায় মাদ্রাসার অধ্যক্ষ/ সুপারদের নাম, মোবাইল নম্বর, যোগাযোগের ঠিকানা, পাঠ্যসূচিসহ অন্যান্য কার্যক্রমের আপডেট কোনও তথ্য নেই।


আদেশে বলা হয়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও প্রসারে প্রত্যেক মাদ্রাসায় তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সব কার্যক্রম ওয়েবসাইটে আপডেট রাখতে হবে।


মাদ্রাসা অধিদফতরের নির্দেশনায় জানানো হয়, মাদ্রাসার ওয়েবসাইট তৈরি এবং ওয়েবসাইট আপডেট রাখাসহ বিভিন্ন টেকনিক্যাল সাপোর্টের জন্য আইসিটি অ্যাম্বাসেডরদের সহযোগিতা গ্রহণ করা যাবে।

এমতাবস্থায় প্রত্যেক মাদ্রাসায় তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সকল কার্যক্রম ওয়েবসাইটে আপডেট রাখার জন্য অনুরোধ করা হলো।
Collected From Banglatribune