Facebook Youtube Twitter LinkedIn
...
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া

উচ্চশিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে আগ্রহী রাশিয়া। বৃহস্পতিবার (২ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মি. আলেকজ্যান্ডার ম্যানটিসকি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার এবং রাশিয়ার দূতাবাসের থার্ড সেক্রেটারি মি. অলেগ কজিন।


বৈঠকে রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রির সমতা বিধানের জটিলতা নিরসন করা এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগিতা ও মেডিক্যাল সায়েন্সের ডিগ্রির ক্ষেত্রে সুযোগ বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত।
Collected From Banglatribune



Do you Need Any Help?