Facebook Youtube Twitter LinkedIn
...
বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসি’র

শিক্ষা ও গবেষণার গুণগত মান বাড়াতে বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়াতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

‘টাইগারফেড এর মাধ্যমে ই-বুকস বা ই-জার্নালে প্রবেশাধিকার’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।


সোমবার (২৯ এপ্রিল) ইউজিসি অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) এ কর্মশালার  আয়োজন করে।


ইউজিসি সদস্য অধ্যাপক ড. হাসিনা খান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এছাড়া, বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত স্বাগত বক্তব্য দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ শামস বিন তারিক টাইগারফেডের মাধ্যমে ই-বুকস ও ই-জার্নালে প্রবেশাধিকার বিষয়ে কর্মশালায় মূল প্রবন্ধ তুলে ধরেন।


বিডিরেন ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক আলমগীর বলেন, ‘ই-রিসোর্স রক্ষণাবেক্ষণে খরচ কম এবং যেকোনও সময় ও স্থান থেকে সুবিধামতো ব্যবহার করা যায়। ই-রিসোর্স ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণার সংখ্যা ও মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচন হবে এবং বৈদেশিক মুদ্রার বিশেষ সাশ্রয় হবে। ই-বুকস ও ই-জার্নালে প্রবেশাধিকারে টাইগারফেড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অধ্যাপক হাসিনা খান বলেন, ‘ই-রিসোর্স সুবিধা গ্রহণ করে দেশের গবেষণা খাতকে এগিয়ে নিতে হবে। কীভাবে গবেষণায় ই-রিসোর্সের ব্যবহার আরও বৃদ্ধি করা যায়, সেটি নিয়ে ইউজিসি কাজ করছে।’

ই-রিসোর্স ব্যবহারে গ্রন্থগারিকদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান অধ্যাপক হাসিনা খান।

কর্মশালায় ৬২টি পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগারিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
Collected From Banglatribune