Facebook Youtube Twitter LinkedIn
...
সরকারি ১০ লক্ষ শূন্যপদে চাকরির পরিকল্পনা বাস্তবায়ন- শূন্যপদের বিন্যাস দেখে নিন

আপনাকে আবার মনে করিয়ে দিই, জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছিলেন- আগামী বছরের মধ্যে ১০ লক্ষ চাকরি দেবে কেন্দ্র সরকার। 

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এর অনুযায়ী শুন্যপদের বিন্যাস- 

কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য সুশীল কুমার মোদীর প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দেশের বিভিন্ন বিভাগে শুন্যপদের বিন্যাস এর কথা জানিয়েছেন। তার মতে এই সময়ে 2021 সালের মার্চ অনুযায়ী সারা দেশে মোট 9 লক্ষ 79 হাজার শুন্যপদ রয়েছে। এর মধ্যে- 

(1) ইন্ডিয়ান রেলে- 2 লক্ষ 93 হাজার 
(2) মিনিস্ট্রি অফ ডিফেন্সে- 2 লক্ষ 64 হাজার 
(3) অন্যান্য বিভাগে- 90 হাজার 50 
(4) Group-A গ্যাজেট ক্যাটেগরিতে- 23 হাজার 584
(5) Group-B নন গ্যাজেট ক্যাটেগরিতে- 26 হাজার 282
(6) Group-C নন গ্যাজেট ক্যাটেগরিতে- 8 লক্ষ 36 হাজার 
(7) ডিফেন্স মিনিস্ট্রিতে Group-B নন গ্যাজেটেড ক্যাটেগরিতে- 39 হাজার 366
(8) ডিফেন্স মিনিস্ট্রিতে Group-C নন গ্যাজেটেড ক্যাটেগরিতে- 2 লক্ষ 14 হাজার 
(9) রেলের গ্রুপ-C তে রয়েছে- 2 লক্ষ 91 হাজার
(10) MHA তে Group-C নন গ্যাজেটেড- 1 লক্ষ 21 হাজার 

কেন্দ্র সরকারের মতে আগামী দেড় বছরের মধ্যে ভারতে মোট ১০ লক্ষ শূন্যপদে বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে। রেলের কয়েক লক্ষ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হলে চাকরিপ্রার্থীদের জন্য চাকরির দারুন সুযোগ হতে পারে।

colleced from kajkarmo



Do you Need Any Help?