Facebook Youtube Twitter LinkedIn
...
বাংলাদেশ থেকে শেফ নেবে অস্ট্রেলিয়া, বছরে বেতন প্রায় ৪৫ লাখ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জরুরি ভিত্তিতে পুরুষ শেফ (রাঁধুনি) নেবে অস্ট্রেলিয়া। বেতন ছাড়াও অস্ট্রেলিয়া যাওয়া-আসার বিমানভাড়া দেবে নিয়োগকারী কোম্পানি। আগ্রহী প্রার্থীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

বোয়েসেলের মাধ্যমে পাঁচজন শেফ নেবে অস্ট্রেলিয়া। আবেদনের জন্য চার তারকা হোটেলে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা আইইএলটিএসে প্রতিটি ব্যান্ডে সর্বনিম্ন ৫ স্কোর থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৪০ বছর।

চাকরির শর্ত
চাকরির চুক্তি চার বছরের। তবে নবায়নযোগ্য। প্রয়োজনীয় আসবাবসহ থাকা ও কর্মস্থলে যাতায়াতে পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। প্রাথমিক চিকিৎসার খরচও কোম্পানি দেবে। খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে।

বাংলাদেশ থেকে শেফ নেবে অস্ট্রেলিয়া, বছরে বেতন প্রায় ৪৫ লাখ
বেতন ও সুযোগ-সুবিধা
বছরে বেতন প্রায় ৪৫ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা (৭০ হাজার অস্ট্রেলিয়ান ডলার)। এ ছাড়া চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে। চাকরির অন্যান্য শর্ত অস্ট্রেলিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, স্কিল অ্যাসেসমেন্ট, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য বোয়েসেলের লিংকে পূরণ করতে হবে। আবেদনের লিংক। নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

যেতে খরচ
নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ও অন্যান্য সরকারি ফি দিতে হবে।



Do you Need Any Help?