Facebook Youtube Twitter LinkedIn
...
শিক্ষার্থীদের জন্য শিগগিরই চালু হচ্ছে ই-বাস সার্ভিস

স্কুলের শিক্ষার্থীদের জন্য শিগগিরই ঢাকার সড়কে দেশের প্রথম পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলো নগরীর গুলশান, বনানী এবং বারিধারা এলাকায় চলবে। একটি পাইলট প্রকল্পের আওতায় এ বাস সেবা প্রাথমিকভাবে ৪টি ইংরেজি মাধ্যম স্কুলে শুরু হবে। স্কুলগুলো হচ্ছে, চট্টগ্রাম গ্রামার স্কুল-ঢাকা, স্কলাস্টিকা স্কুল, স্যার জন উইলনস স্কুল এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল।
এ পরিকল্পনা সফল হলে ধীরে ধীরে রাজধানীর অন্যান্য স্কুলকে এ প্রকল্পের আওতায় আনা হবে।
এরইমধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিক কাজ সম্পন্ন করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ। বর্তমানে একটি সমীক্ষা চালাচ্ছে কারিগরি কমিটি। এটি আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ই-বাসগুলোয় সিসিটিভি ক্যামেরা ও ট্র্যাকিং সিস্টেমসহ আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হবে।
এ প্রকল্পটি ঢাকায় কার্বন নিঃসরণ কমানো এবং দূষণ কমানোর লক্ষ্যে নিয়েছে ডিএনসিসি। এছাড়া এটি রাজধানীর যানজট কমাতেও কার্যকর ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
Collected from manobkantha



Do you Need Any Help?