Facebook Youtube Twitter LinkedIn
...
দেশের নারী উদ্যোক্তাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নের ফলে  দেশে নারী সমাজের কর্মসৃজন, ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধিতে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, এর মাধ্যমে দেশের নারী উদ্যোক্তারা শক্তি, সাহস ও অনুপ্রেরণা পেয়েছে।
আজ শনিবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উই সামিট-২০২২ এর জয়ী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
অনুষ্ঠানে ২০ জন নারীকে জয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী।
উল্লেখ্য,এবছর দুটি ক্যাটাগরিতে জয়ী সম্মাননা দেয়া হয়। সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এ সম্মাননা পান মেহজাবিন চৌধুরী, প্রফেসর ড. সায়েবা আক্তার, রুবাবা দৌলা, রুবানা হক, এম.এস.সাবিনা খাতুন, ড. সেঁজুতি সাহা, শমী কায়সার, সোনিয়া বশির কবির, আনজানা খান মজলিস ও আজমেরী হক বাঁধন।
উদ্যোক্তাক্ষেত্রে দ্যুতি ছড়ানোর জন্য এই সম্মাননা পান ইফাত সোলাইমান লুবনা, মাহবুবা আক্তার জাহান মুক্তা আক্তার, জ্যোৎস্না আখতার রেণু,সুরাইয়া মোরশেদ, সোহাইব রুমি,  সুলতানা পারভিন, তাহিয়া সুলতানা রেশমি, তাশফিয়া ত্রিনয় ও রাজিয়া সুলতানা। 
Collected From bonikbarta



Do you Need Any Help?