Facebook Youtube Twitter LinkedIn
...
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাত না করার আহ্বান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, মহান জাতীয় সংসদের প্রত্যেক সদস্য  আমাদের কাছে অনেক প্রিয়, অভিভাবকতুল্য এবং সম্মানীয়। বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, পাহাড়ি, হাওর, বাঁওড় প্রত্যন্ত অঞ্চলের যে সংগ্রাম মুখর শিক্ষার্থী, যারা অভিভাবককে একসঙ্গে আর্থিক সহায়তা করে এবং নিজে পড়াশোনা করে। তাদের আবেগ-অনুভূতিতে আঘাত না করার জন্য আমি আহ্বান জানাই।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের বাহাদুরপুরের রোভার পল্লীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উল্লেখ্য, গতকাল মহান জাতীয় সংসদে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ড. মশিউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের মানচিত্রসম একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্ত পরিবারের নানারূপ সেন্টিমেন্ট জড়িত। আমাদের ৩৫ লাখ শিক্ষার্থী। সেই শিক্ষার্থীদের ঘিরে যে পরিবার, তা আমাদের নিজস্ব পরিবার। প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক আমরা। তাদের জীবন-সংগ্রাম সম্পর্কে আমরা খুব ভালো ধারণা রাখি।
ওই সংসদ সদস্য গতকাল যে কথা বলেছেন সে বিষয়ে বিনয়ের সঙ্গে বলতে চাই, শিক্ষার বৈষম্য, শিক্ষায় তারতম্য, সমাজের সেই কাঠামোগত বিষয়, যেটি অগণতান্ত্রিক এবং সামরিক সরকারের সময়কালে শ্রেণি-বৈষম্য প্রকট হয়েছে। দুর্নীতিগ্রস্ত সরকারের সময়ে যে অর্থনৈতিক দুর্নীতি হয়েছে তার ফলে দেশে ক্রমাগত শ্রেণি-বৈষম্য সমাজ আরও বেশি ক্রম-বিকশিত হয়েছে। আজকের শিক্ষায় যে বৈষম্য- সেটি সামরিক শাসন, অগণতান্ত্রিক শাসনের সময়কালে সমাজের কাঠামোগত পরিবর্তনের ফল। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান শিক্ষার পরিপূর্ণ অধিকার না পাওয়ার সঙ্গে আপনাদের শাসনামলের স্পষ্ট যোগাযোগ আছে।
সংসদের মতো পবিত্র জায়গায় তথ্য-উপাত্ত জেনে কথা বলার আহ্বান জানিয়ে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, মহান জাতীয় সংসদে যখন কথা বলবেন সকল বিষয় মাথায় রেখে তথ্য-উপাত্তকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে নিয়ে কথা বলবেন। কেননা, এর সঙ্গে আমাদের গভীর আবেগ এবং সেন্টিমেন্ট জড়িত। জাতীয় বিশ্ববিদ্যালয় একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান, যেটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অবশ্যপাঠ্য করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই প্রতিষ্ঠান যেটি ২০২৩ এ আইসিটি এবং সফট স্কিল অবশ্যপাঠ্য করতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চহারে বেতন-ভাতাদি না নিয়ে যথেষ্ট স্বল্প খরচে শিক্ষার্থীদের শিক্ষাদানের অবারিত সুযোগ সৃষ্টির অনন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে।
আমাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে আঘাত করা সমীচীন নয় জানিয়ে উপাচার্য আরও বলেন, এমন কোনো কথা বলা উচিত নয় যেটি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে আঘাত করে। যখন মহান সংসদে দাঁড়িয়ে আপনারা আমার ছাত্রের আয় নিয়ে প্রশ্ন করেন, এটি তার মেন্টাল হেলথকে ভীষণভাবে প্রভাবিত করে। আমার শিক্ষার্থীরা সততার সঙ্গে আয় করে। ওরা নিষ্ঠার সঙ্গে আয় করে, দুর্নীতি করে না। 
Collected from dhakapost



Do you Need Any Help?