Facebook Youtube Twitter LinkedIn
...
হোম শিক্ষা প্রকৌশল শিক্ষার মান নিশ্চয়তার ওপর কর্মশালা

প্রকৌশল শিক্ষার গুণমানের নিশ্চয়তার ওপর ঢাকায় আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ মে) এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।


১১-১২ মে ‘শিক্ষা টেকসই উন্নয়নের জন্য দক্ষতা প্রদান করে’ এই স্লোগানকে সামনে রেখে আইইবির অ্যাক্রেডিটেশন বোর্ড থেকে র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে ‘অ্যাক্রেডিটেশনের মাধ্যমে প্রকৌশল শিক্ষার গুণমানের নিশ্চয়তার উপর আন্তর্জাতিক সিম্পোজিয়াম’ শীর্ষক ৩য় সিম্পোজিয়াম আয়োজিত হয়।

অনুষ্ঠানে অতিথিরা উল্লেখ করেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ‌্যান্ড টেকনিক্যাল এডুকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রির স্বীকৃতি প্রদানের মাধ্যমে প্রকৌশল শিক্ষার গুণগত মান অর্জনের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

২০১৯ ও ২০২০ সালে প্রথম ও দ্বিতীয় সিম্পোজিয়াম আয়োজন করা হয়েছিল। এবারের সিম্পোজিয়াম টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা পাঠয়কমের হালনাগাদ করণের প্রয়োজনীয়তার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।


আইইবির অ্যাক্রেডিটেশন বোর্ড ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্স এর প্রভিশনাল সিগনেটরী হিসেবে অ্যাক্রেডিটেড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলিতে প্রকৌশল শিক্ষার আন্তর্জাতিক মান বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্স ইঞ্জিনিয়ারিং স্নাতকদের অধিকতর প্রকৌশল জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে যাতে তারা আগামী দিনের কঠিন সমস্যার সমাধানের জন্য প্রস্তুত হতে পারে এবং উন্নততর  পেশাদার যোগ্যতা অর্জন করতে পারে। অ্যাক্রেডিটেশন ব্যবস্থায়ও তাই আগামীতে পরিবর্তন অত্যাবশকীয়।

নতুন অভীষ্ট লক্ষ্য অর্জনের দিকে উত্তরণের পথ মসৃনতর করার জন্য প্রকৌশল শিক্ষার বিভিন্ন অংশীজনদের করণীয় বিষয়াদির উপরে পর্যালোচনা এই সিম্পোজিয়ামের মূল উদ্দেশ্য।দুই দিনের কর্মসূচিতে মোট চারটি কারিগরি অধিবেশনে দুইটি পূর্ণাঙ্গ আলোচনা, ১০টি মূল বক্তৃতা এবং নতুন অ্যাক্রিডিটেশন ম্যানুয়াল খসড়ার উপর একটি উন্মুক্ত আলোচনা হয়েছে।  অস্ট্রেলিয়া, তাইওয়ান, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রকৌশলীরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

আইইবি অ্যাক্রেডিটেশন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এএফএম সাইফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মো. মো. আব্দুস সবুর ও ওয়াশিংটন অ্যাকর্ড এর ডেপুটি চেয়ারম্যান প্রফেসর কাই সাং লক।
Collected From Risingbd



Do you Need Any Help?